Songtexte.com Drucklogo

Aami Aasbo Bar Bar Songtext
von Sabina Yasmin

Aami Aasbo Bar Bar Songtext

আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো

আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে পাখিদের গান

আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো

আমি আসবো যখন
প্রেমকে দেবে তুমি অভিশাপ
হাজার দুঃখ ভরা
অশ্রুকে করবে পরিমাপ

আমি আসবো যখন
প্রেমকে দেবে তুমি অভিশাপ
হাজার দুঃখ ভরা
অশ্রুকে করবে পরিমাপ


আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে সাগরের গান

আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো

আমি আসবো যখন
জীবনকে দেবে তুমি অপবাদ
যখন মিথ্যে হবে স্বপ্নের যত সংবাদ
আমি আসবো যখন
জীবনকে দেবে তুমি অপবাদ
যখন মিথ্যে হবে স্বপ্নের যত সংবাদ

আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে প্রেয়সীর গান

আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো

আমাকে চিনতে পারবে না
জানি আমাকে চিনতে পারবে না
তখন আমি যে পাখিদের গান


আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আমি আসবো, বারবার আসতেই থাকবো
আর তোমাকেই শুধু ডাকবো
আর তোমাকেই শুধু ডাকবো

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer singt das Lied „Applause“?

Fans

»Aami Aasbo Bar Bar« gefällt bisher niemandem.