Songtexte.com Drucklogo

Ami Mantro Tantro Kichui Janine Ma Songtext
von Pannalal Bhattacharyya

Ami Mantro Tantro Kichui Janine Ma Songtext

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

শুধু যা জেনেছি, সেটুক হলো এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

যদি তোর ভূ-মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি অঝর ধারে
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়
সেই সে অশ্রুতেই


তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই
ও মা তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

জানি আমার অনেক আছে দোষ
তবু মাগো তোমায় ভালোবাসি
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই
তোমারই ওই ভুবনমোহন হাসি

আমি যা করি মা, সবই তোমার কাজ
আমার আমার বলতে লাগে লাজ

যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরনতলাতে
তবে চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই
ও মা তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে মা

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Pannalal Bhattacharyya

Fans

»Ami Mantro Tantro Kichui Janine Ma« gefällt bisher niemandem.