Ei Rim Jhim Jhim Barasha Songtext
von Talat Mahmood
Ei Rim Jhim Jhim Barasha Songtext
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
চেয়েছি তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
আমি চেয়েছি তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
চেয়েছি তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
আমি চেয়েছি তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিমঝিম ঝিম বরষা
Writer(s): Sudhin Dasgupta Lyrics powered by www.musixmatch.com

