Songtexte.com Drucklogo

E Shudhu Gaaner Din, Pt. 2 Songtext
von Sandhya Mukherjee

E Shudhu Gaaner Din, Pt. 2 Songtext

এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার ।
এ তিথি শুধুগো যেন
দখিন হাওয়ার ।
এ শুধু গানের দিন

এ লগন গান শোনাবার –
এ লগন গান শোনাবার –


এ লগনে দুটি পাখি
মুখোমুখি –
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ লগনে দুটি পাখি
মুখোমুখি –
নীড়ে জেগে রয়
কানে কানে রুপকথা কয় ।
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার
এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার

এ শুধু গানের দিন

এ লগন গান শোনাবার –
এ লগন গান শোনাবার –

এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ লগনে তুমি আমি
একই সুরে মিশে যেতে চাই
প্রাণে প্রাণে সুর খুঁজে পাই ।
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার –
এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার
এ শুধু গানের দিন
এ লগন গান শোনাবার –
এ লগন গান শোনাবার

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»E Shudhu Gaaner Din, Pt. 2« gefällt bisher niemandem.