Du är vacker Johnny Songtext
von Py Bäckman
Du är vacker Johnny Songtext
ভুল বা ঠিক অসামাজিক সমাজে,
বড় ভয় লাগে ফাঁকা আওয়াজে,
যুদ্ধ বিরতির কুচকাওয়াজে,
আমি Aim-হীন, প্রেমহীন, স্বাধীন!
বাঁচা সুরঙ্গ খোলস বা কম্বল,
ধুলো মাখা গীটারের স্যাঁতস্যাঁতে খোল,
ভাত তরকারী পেঁয়াজ মাছের ঝোল,
গালাগালিহীন, রাতদিন, স্বাধীন!
মৌনী আমি আর মৌনী তুমি,
প্রেমের বৌনি হয়নি তাই,
বোকা চাউনি ফেলে এস ছাউনিতে,
Sex-Starved-সৈন্য বনে যাই |
যৌন আমি আর যৌন তুমি,
এখনও স্ত্রৈণ হইনি তাই,
ব্যথা গলাতে, ব্যথা বুকে আমার,
বেদনার্ত সব জায়গায় |
তাই আমার টিপে দাও গলা, টিপে দাও আমার, টিপে দাও |
ভালোবাসার কথা হয়নি বলা,
বা আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
প্রভু যিশুর নামে মুক্তি চাই, আমেন!
বেসিনে দুকরনো ভাত,
আর সে ভাতে সরিসৃপ,
খেওনা কৃমির অসুধ,
কারণ আমি নেগেটিভ Creep!
পেটে অবাঞ্চিত ভ্রুণ,
হৃদয়ের পিঠে ঢিপ ঢিপ ঢিপ,
তুমি Cheap-এর Cheapest তাই,
আমিও হয়েছি খানিকটা Cheap!
তাই আমায় Free-তে নাও আমায়, Free-তে নাও আমায়, Free-তে নাও |
আমি নিরীহ নিস্পৃহ অবলা,
বা আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
ভালোবাসার কথা হয়নি বলা,
আর আমার
ভেঙে দাও আমার, ভেঙে দাও আমার, ভেঙে দাও
তবু নিহন্ন বাস্পেই চলা,
আর আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
প্রভু যিশুর নামে মুক্তি চাই, আমেন |
বড় ভয় লাগে ফাঁকা আওয়াজে,
যুদ্ধ বিরতির কুচকাওয়াজে,
আমি Aim-হীন, প্রেমহীন, স্বাধীন!
বাঁচা সুরঙ্গ খোলস বা কম্বল,
ধুলো মাখা গীটারের স্যাঁতস্যাঁতে খোল,
ভাত তরকারী পেঁয়াজ মাছের ঝোল,
গালাগালিহীন, রাতদিন, স্বাধীন!
মৌনী আমি আর মৌনী তুমি,
প্রেমের বৌনি হয়নি তাই,
বোকা চাউনি ফেলে এস ছাউনিতে,
Sex-Starved-সৈন্য বনে যাই |
যৌন আমি আর যৌন তুমি,
এখনও স্ত্রৈণ হইনি তাই,
ব্যথা গলাতে, ব্যথা বুকে আমার,
বেদনার্ত সব জায়গায় |
তাই আমার টিপে দাও গলা, টিপে দাও আমার, টিপে দাও |
ভালোবাসার কথা হয়নি বলা,
বা আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
প্রভু যিশুর নামে মুক্তি চাই, আমেন!
বেসিনে দুকরনো ভাত,
আর সে ভাতে সরিসৃপ,
খেওনা কৃমির অসুধ,
কারণ আমি নেগেটিভ Creep!
পেটে অবাঞ্চিত ভ্রুণ,
হৃদয়ের পিঠে ঢিপ ঢিপ ঢিপ,
তুমি Cheap-এর Cheapest তাই,
আমিও হয়েছি খানিকটা Cheap!
তাই আমায় Free-তে নাও আমায়, Free-তে নাও আমায়, Free-তে নাও |
আমি নিরীহ নিস্পৃহ অবলা,
বা আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
ভালোবাসার কথা হয়নি বলা,
আর আমার
ভেঙে দাও আমার, ভেঙে দাও আমার, ভেঙে দাও
তবু নিহন্ন বাস্পেই চলা,
আর আমায়
ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও আমায়, ক্রুশে দাও |
প্রভু যিশুর নামে মুক্তি চাই, আমেন |
Writer(s): Mats Wester, Py Bäckman Lyrics powered by www.musixmatch.com