Aloron Songtext
von Oblique
Aloron Songtext
অনেক ছাপশূন্য ভোর হতে দেখেছি
আমার রাজপথে অনেকজন একসাথে
রঙবিছিন্ন ট্রাফিক বাতির আলোয়
আঁকড়ে ধরে রেখেছি জানালাটাকে
আমাদের দেয়ালে ঘড়ি করে চলে
আবেগমুক্ত অসময়গুলো গননা
সকালের মৃদু শীতে
শিশির বিন্দু নিয়ে পদচারনা
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
তোমার চুপচাপ মনের চিৎকার
আমরাও শুনি কষ্টে হাসো যখন
ছায়ারা সরবে না, জেনো, যখন তখন
আরম্ভের ডাক, তুমি নির্বাক
তোমার চেতনার অবাধ্য সম্মোহন
সামনে তাকাবার সময় হবে কখন?
তোমার আশার গানে বসুক তোমারই সুর
কেন চোখেতে শঙ্কা এমন?
দুর্বোধ্য গল্পতে আসুক আলোড়ন
আলোর মিছিলে করো বিচরণ
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমার রাজপথে অনেকজন একসাথে
রঙবিছিন্ন ট্রাফিক বাতির আলোয়
আঁকড়ে ধরে রেখেছি জানালাটাকে
আমাদের দেয়ালে ঘড়ি করে চলে
আবেগমুক্ত অসময়গুলো গননা
সকালের মৃদু শীতে
শিশির বিন্দু নিয়ে পদচারনা
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
তোমার চুপচাপ মনের চিৎকার
আমরাও শুনি কষ্টে হাসো যখন
ছায়ারা সরবে না, জেনো, যখন তখন
আরম্ভের ডাক, তুমি নির্বাক
তোমার চেতনার অবাধ্য সম্মোহন
সামনে তাকাবার সময় হবে কখন?
তোমার আশার গানে বসুক তোমারই সুর
কেন চোখেতে শঙ্কা এমন?
দুর্বোধ্য গল্পতে আসুক আলোড়ন
আলোর মিছিলে করো বিচরণ
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
Writer(s): Oblique Oblique Lyrics powered by www.musixmatch.com

