deshlai Songtext
von Nirjhor
deshlai Songtext
আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহা, আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও
তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, আমায় অবহেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা (আহা)
ও আকুতি জানাও মেঘের কাছে, জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে, ফল পাবে
ও... আকুতি জানাও মেঘের কাছে, জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে, ফল পাবে
আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না
পাবে না, পাবে না
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা (আহা)
ও... পাখির কাছে মিনতি কর, গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর, ধান পাবে
ও... পাখির কাছে মিনতি কর, গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর, ধান পাবে
আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না
পাবে না, পাবে না
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
আমার সাঁপে কাটা এই কপালটিকে
শেষে বেহুলা হেলা করেছ
আরে, আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহা, আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও
তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, আমায় অবহেলা করেছ
আরে, আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা
আমাকে আর পাবে না
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহা, আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও
তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, আমায় অবহেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা (আহা)
ও আকুতি জানাও মেঘের কাছে, জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে, ফল পাবে
ও... আকুতি জানাও মেঘের কাছে, জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে, ফল পাবে
আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না
পাবে না, পাবে না
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা (আহা)
ও... পাখির কাছে মিনতি কর, গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর, ধান পাবে
ও... পাখির কাছে মিনতি কর, গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর, ধান পাবে
আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না
পাবে না, পাবে না
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
আমার সাঁপে কাটা এই কপালটিকে
শেষে বেহুলা হেলা করেছ
আরে, আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহা, আহা, আহা
একটা দেশলাই কাঠি জ্বালাও
তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দুরে পালাও
তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ, আমায় অবহেলা করেছ
আরে, আমায় নিয়ে খেলা করেছ, করেছ
তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহা, আহা
Writer(s): Habib Wahid Lyrics powered by www.musixmatch.com

