Songtexte.com Drucklogo

Shoytaan Songtext
von Fossils

Shoytaan Songtext

Mafia media রাজাধিরাজ
পা চাটছে সুশীল সমাজ
প্রেতাত্মার patent নেওয়া
পচা কবর, মূল খবর, পবিত্র ভোর

Mafia media রাজাধিরাজ
পা চাটছে সুশীল সমাজ
প্রেতাত্মার patent নেওয়া
পচা কবর, মূল খবর, পবিত্র ভোর

হো, कुछ नहीं तो थोड़ा थोड़ा
পেটে সুরা তাই পিঠে ছোরা
চালে কাঁকর culture-এ কাঁকড়া
দশচক্রে বশীভূত countdown

বহু বহু রূপে তোমার সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
প্রতিবাদ হয়ে, অপবাদ সয়ে, এবার কি সার বুঝেছ

Party premiere নেমন্তন্ন
যত লোক দেখানিয়া ধন্য ধন্য (ধন্য ধন্য)
শুধু rock mileage নেওয়ার জন্য
Cut the crap, mind the gap, I shut the door


ভাড়ার তত্ত্বে আমার খ্যাতি
মেপে খারিজ-খ্যামটা নাচছে সতী
লেপে কেল্লাফতের জেল্লা জ্যোতি
গুলিয়ে উঠছে আমার হাড় পাঁজর

বমি
বমি
বমি
বোমা-টোমা নয় বমি
সততার সাদা জমি
ছুড়ে দিচ্ছি আমি শরীর
যা মেরুদণ্ডের বাড়ি
তার সব প্রবেশদ্বারই
রুখে দিচ্ছি আমি প্রলাপ
যত তাত্ত্বিক খেলাপ, সাংস্কৃতিক গোলাপ
কুচো করছি ক্রোধে
বাড় যাতে বাড়ে বিবেকের ইস্পাতে
শয়তান সংঘাতে

বহু বহু রূপে তোমার সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
হয়ে অনুগত আর ক্ষতবিক্ষত, এবার কি সার বুঝেছ
বহু বহু রূপে তোমার সম্মুখে ছেড়ে কোথায় খুঁজেছ
প্রতিবাদ হয়ে, অপবাদ সয়ে, এবার কি সার বুঝেছ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Shoytaan« gefällt bisher niemandem.