Railline-e Mrityu Songtext
von Fossils
Railline-e Mrityu Songtext
কেনো মারা গেলো তোর স্বপ্নের সাদা জামা লোক?
স্বাভাবিক খুন নাকি অস্বাভাবিক দুর্ভোগ?
বাঁচানোর চেষ্টাতে ছিল কি যথেষ্ট দাপট?
ভয় নেই, পেয়ে যাবি তদন্ত committee-র report
Local train এর track এ কাটাকুটি national লাশ
ভক্তেরা স্বাভাবিক নিয়মেই কিছুটা হতাশ
উদ্যোক্তারা রাখে একে অন্যের ঘাড়ে দোষ
দেখো আজও বেঁচে আছে বলে হাসিমুখে
আপসোস
কারা করে গেল তোর স্বপ্নের শ্লীলতাহানি?
Planchet এ নেমে এসে সাদা জামা বলে
তা জানি, কিন্তু মরার পর প্রতিশোধ স্পৃহা থাকে না
আত্মারা কোনোদিন অপমান মনে রাখে না
অতএব পরলোকে সাদা জামা পরা মনীষী
পান করে page 3 ′র cocktail দিশি-বিদিশি
স্বপ্নালু রাঙা আলু ব্যক্তিরা দুঃখিত হয়
দুঃখ বিলাসিতার এটা প্রকৃষ্ট সময়
হাহাহাহা, প্রকৃষ্ট সময়
স্বাভাবিক খুন নাকি অস্বাভাবিক দুর্ভোগ?
বাঁচানোর চেষ্টাতে ছিল কি যথেষ্ট দাপট?
ভয় নেই, পেয়ে যাবি তদন্ত committee-র report
Local train এর track এ কাটাকুটি national লাশ
ভক্তেরা স্বাভাবিক নিয়মেই কিছুটা হতাশ
উদ্যোক্তারা রাখে একে অন্যের ঘাড়ে দোষ
দেখো আজও বেঁচে আছে বলে হাসিমুখে
আপসোস
কারা করে গেল তোর স্বপ্নের শ্লীলতাহানি?
Planchet এ নেমে এসে সাদা জামা বলে
তা জানি, কিন্তু মরার পর প্রতিশোধ স্পৃহা থাকে না
আত্মারা কোনোদিন অপমান মনে রাখে না
অতএব পরলোকে সাদা জামা পরা মনীষী
পান করে page 3 ′র cocktail দিশি-বিদিশি
স্বপ্নালু রাঙা আলু ব্যক্তিরা দুঃখিত হয়
দুঃখ বিলাসিতার এটা প্রকৃষ্ট সময়
হাহাহাহা, প্রকৃষ্ট সময়
Writer(s): Rupam Islam Lyrics powered by www.musixmatch.com