Songtexte.com Drucklogo

Kal Theke Thik Manush Habo Songtext
von Anjan Dutt

Kal Theke Thik Manush Habo Songtext

আজকে তুমি শুনেছ কি রাতের বাংলা খবর?
কাল সকালে বৃষ্টি হবে, ভিজবে সারা শহর
ভিজবে শহর দালানকোঠা, ভিজবে তোমার বাড়ি
জানলা দুটো খুলে রেখো, ভাঙাবো কাল আড়ি

বৃষ্টি তোমার ভীষণ প্রিয়, প্রিয় মাটির ঘ্রাণ
পর জন্মে দুটোই হবো, দুটোই তোমার প্রাণ
অভিমানকে এবার না হয় দিলে কবর চাপা
ধরলে মাথা কথা শুনে খেয়ে নিও নাপা

বলছি sorry, আর হবে না, করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো


জানি তুমি সুযোগ পেলেই আকাশটাকে দেখো
এবার তবে আকাশ হবো, খাতায় লিখে রেখো
কাল বিকেলে বৃষ্টি শেষে চুমুক দিয়ে কাপে
আকাশটাকে সঙ্গী করো তোমার চোখের মাপে

বলতো যদি রাতের খবর মনের জলবায়ু
এক মুহুর্তে কমিয়ে দিতাম অভিমানের আয়ু
দাওনা বলে রাগ কি তোমার আমার চেয়ে বড়?
এমন রাগে ভয় পাবে তো পথের কুটো খড়ও

বলছি sorry, আর হবে না, করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো

বলছি sorry, আর হবে না, করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো
বলছি sorry, আর হবে না, করছি মাথা নত
কাল থেকে ঠিক মানুষ হবো, তোমার কথা মতো

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Kal Theke Thik Manush Habo« gefällt bisher niemandem.