Ospriho Songtext
von Aftermath
Ospriho Songtext
প্রতিশোধে স্পর্শকাতর শরীর আলতো ছুঁয়ে ভাবি
সময়ের ফ্রেমে মেঘেরা কেন ভাসে?
অস্পৃশ্য স্বপ্নের আলো জ্বেলে
নিঃশব্দে নেমেছিলে মহারাণী
ঘুমন্ত অবয়বে, জলরঙে আঁকবো তোমায়
তাই অন্তহীন গতিময় পরিণতি
এখানে নয় এভাবে নয়
কিভাবে নষ্ট হচ্ছে সময়
পরে থেকে অর্বাচীন কোন সত্বার মাঝে
আরধ্য সময়, বহমান কেবল ক্ষয়
সমাধিত চেতনার অবসাদে নন্দিত পরাজয়
(এ সবই গল্প)
কাচ ঘেরা কোন মায়ার জালে
বেধে রেখেছো অন্ধ বানিয়ে
উদ্ধত আজ অসৎ এর প্রতিনিধি
এখানে নয় এভাবে নয়
স্বভাবে হারিয়ে গেছে বিনয়
মিশে থেকে গল্প বলা কোন চর্চার আঁধারে
খুঁজে ফিরি যা খুঁজে ফিরে পাবার নয়
মহা ভীত বিবেকের হাহাকারে স্পন্দিত প্রলয়
আর্তনাদের শব্দ বেজে উঠছে
আমার কানের কাছে তাই
শুনছি মাথার ভেতরে ওপাশে, কন্ঠ কার?
নীরবে বেজে ওঠে
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই অন্তহীন উদ্ধত
আনমনে
মহারানী
জলরঙে আঁকবো তোমায়
তাই অন্তহীন গতিময় পরিণতি
সময়ের ফ্রেমে মেঘেরা কেন ভাসে?
অস্পৃশ্য স্বপ্নের আলো জ্বেলে
নিঃশব্দে নেমেছিলে মহারাণী
ঘুমন্ত অবয়বে, জলরঙে আঁকবো তোমায়
তাই অন্তহীন গতিময় পরিণতি
এখানে নয় এভাবে নয়
কিভাবে নষ্ট হচ্ছে সময়
পরে থেকে অর্বাচীন কোন সত্বার মাঝে
আরধ্য সময়, বহমান কেবল ক্ষয়
সমাধিত চেতনার অবসাদে নন্দিত পরাজয়
(এ সবই গল্প)
কাচ ঘেরা কোন মায়ার জালে
বেধে রেখেছো অন্ধ বানিয়ে
উদ্ধত আজ অসৎ এর প্রতিনিধি
এখানে নয় এভাবে নয়
স্বভাবে হারিয়ে গেছে বিনয়
মিশে থেকে গল্প বলা কোন চর্চার আঁধারে
খুঁজে ফিরি যা খুঁজে ফিরে পাবার নয়
মহা ভীত বিবেকের হাহাকারে স্পন্দিত প্রলয়
আর্তনাদের শব্দ বেজে উঠছে
আমার কানের কাছে তাই
শুনছি মাথার ভেতরে ওপাশে, কন্ঠ কার?
নীরবে বেজে ওঠে
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই সব আঘাত
এভাবে বয়ে যাই অন্তহীন উদ্ধত
আনমনে
মহারানী
জলরঙে আঁকবো তোমায়
তাই অন্তহীন গতিময় পরিণতি
Lyrics powered by www.musixmatch.com

