Ekbar Bolo - Unplugged Songtext
von Vikings
Ekbar Bolo - Unplugged Songtext
যদি বলি এই আমি
অগোচরে যাচ্ছি ভেসে
যদি বলি আজ ভেঙেচুরে
আমি শূন্য হয়ে যাই নিমেষে
যদি বলি অন্ধ এ ক্ষণ অস্থির ভীষণ
যদি বলি অস্ফুটে
খুব ইচ্ছে হয় কিছু সময়
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
যদি বলো চেনা পথে
খুঁজে নেবে ভুল ঠিকানা
ছুটে যাবো সেই পথে আধো আলোয়
তবু একা হতে, না, দেবো না
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
ধুলো জমা বেখেয়াল এ মন
তোমার এ হাত আঁকড়ে ধরে
যত দূরে তুমি যাবে বলো
ছুটে যাবো বারে বারে
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
অগোচরে যাচ্ছি ভেসে
যদি বলি আজ ভেঙেচুরে
আমি শূন্য হয়ে যাই নিমেষে
যদি বলি অন্ধ এ ক্ষণ অস্থির ভীষণ
যদি বলি অস্ফুটে
খুব ইচ্ছে হয় কিছু সময়
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
যদি বলো চেনা পথে
খুঁজে নেবে ভুল ঠিকানা
ছুটে যাবো সেই পথে আধো আলোয়
তবু একা হতে, না, দেবো না
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
ধুলো জমা বেখেয়াল এ মন
তোমার এ হাত আঁকড়ে ধরে
যত দূরে তুমি যাবে বলো
ছুটে যাবো বারে বারে
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
একবার বলো, একবার বলো
তোমার ওই সীমানা ভাঙা স্রোতে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
একবার বলো, শুধু বলো
ছুঁয়ে দেবো তোমায় এক ছুটে
Writer(s): Shetu, Vikings Lyrics powered by www.musixmatch.com