Bhool Songtext
von S!N
Bhool Songtext
যা এখন শুনছো তা ভুল
যা মনে তুমি ভাবছো তাও ভুল
ভুলে ভুলে গান নাম কি তা ভুল
ভুলে ভুলে এতো ভুল কি সব ভুল
শেষ প্রশ্ন চিহ্ন টাও ভুল
উত্তর বলে বাক্য সব ভুল
ভুল গান শুনে হাসছি তা ভুল
তুমি আমি ভালবাসছি তাও ভুল
যা শুনতে চাচ্ছো তা ভুল
যা হাফ তুমি শুনেছো তাও ভুল
ভুলে ভুলে গান নাম কি তা ভুল
ভুলে ভুলে এতো ভুল কি সব ভুল
শেষ প্রশ্ন চিহ্ন টাও ভুল
উত্তর বলে বাক্য সব ভুল
ভুল গান শুনে হাসছি তা ভুল
তুমি আমি ভালবাসছি তাও ভুল
নির্লজ্জ ভাবছো আরও ভুল রবে কিছু
ফুল ভুল গান শুনে ভুল হয়তো বাকি কিছু
গুন গুন শুরু হলো
ভুল তোমায় তোমায় আর তোমায়
ধরলো ধরলো ধরলো...।
যা মনে তুমি ভাবছো তাও ভুল
ভুলে ভুলে গান নাম কি তা ভুল
ভুলে ভুলে এতো ভুল কি সব ভুল
শেষ প্রশ্ন চিহ্ন টাও ভুল
উত্তর বলে বাক্য সব ভুল
ভুল গান শুনে হাসছি তা ভুল
তুমি আমি ভালবাসছি তাও ভুল
যা শুনতে চাচ্ছো তা ভুল
যা হাফ তুমি শুনেছো তাও ভুল
ভুলে ভুলে গান নাম কি তা ভুল
ভুলে ভুলে এতো ভুল কি সব ভুল
শেষ প্রশ্ন চিহ্ন টাও ভুল
উত্তর বলে বাক্য সব ভুল
ভুল গান শুনে হাসছি তা ভুল
তুমি আমি ভালবাসছি তাও ভুল
নির্লজ্জ ভাবছো আরও ভুল রবে কিছু
ফুল ভুল গান শুনে ভুল হয়তো বাকি কিছু
গুন গুন শুরু হলো
ভুল তোমায় তোমায় আর তোমায়
ধরলো ধরলো ধরলো...।
Writer(s): S!nsamiul Alam Shuvo Lyrics powered by www.musixmatch.com

