Amar Pothe Pothe Pathor Chhorano Songtext
von Rezwana Chowdhury Bannya
Amar Pothe Pothe Pathor Chhorano Songtext
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে
তাই শুনি সুর এমন মধুর পরান ভরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে
এমন করে গায়ে পড়ে সাগর তরানো
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে
এমন করে গায়ে পড়ে সাগর তরানো
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে
তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে
আমার বাঁশি তোমার হাতে
ফুটোর পরে ফুটো তাতে
তাই শুনি সুর এমন মধুর পরান ভরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে
এমন করে গায়ে পড়ে সাগর তরানো
তোমার হাওয়া যখন জাগে
আমার পালে বাধা লাগে
এমন করে গায়ে পড়ে সাগর তরানো
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে
ছাড়া পেলে একেবারে
রথ কি তোমার চলতে পারে
তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো
আমার পথে পথে পাথর ছড়ানো
আমার পথে পথে পাথর ছড়ানো
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com