Brishty Songtext
von Parvez
Brishty Songtext
বৃষ্টিতে এসো ভিজি, স্বপ্ন খুঁজি
দু′চোখের জল মুছে
ও, জোছনায় এসো ভিজি (এসো ভিজি), জীবন খুঁজি
হৃদয় উজাড় করে, ও, করে
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
সংশয় থাকে যদি হৃদয়ে জমে
বিশ্বাস ভেঙ্গে যায় প্রতিটি ক্ষণে
মেনে নিয়ে পরাজিত নিজেকে এখন
এসো তবে শুরু হোক নতুন জীবন
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
বৃষ্টিতে এসো ভিজি, স্বপ্ন খুঁজি
দু'চোখের জল মুছে
ও, জোছনায় এসো ভিজি (এসো ভিজি), জীবন খুঁজি
হৃদয় উজাড় করে, ও, করে
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
ভাবছো কেন অকারণ?
এই তো জীবন
দু′চোখের জল মুছে
ও, জোছনায় এসো ভিজি (এসো ভিজি), জীবন খুঁজি
হৃদয় উজাড় করে, ও, করে
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
সংশয় থাকে যদি হৃদয়ে জমে
বিশ্বাস ভেঙ্গে যায় প্রতিটি ক্ষণে
মেনে নিয়ে পরাজিত নিজেকে এখন
এসো তবে শুরু হোক নতুন জীবন
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
বৃষ্টিতে এসো ভিজি, স্বপ্ন খুঁজি
দু'চোখের জল মুছে
ও, জোছনায় এসো ভিজি (এসো ভিজি), জীবন খুঁজি
হৃদয় উজাড় করে, ও, করে
ভাবছো কেন অকারণ?
এই তো নিয়ম
সুখে আর দুঃখে চলে
এই তো জীবন
ভাবছো কেন অকারণ?
এই তো জীবন
Lyrics powered by www.musixmatch.com

