Kichu Katha Chilo Songtext
von Kishore Kumar
Kichu Katha Chilo Songtext
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
হুঁহুঁ হুঁ, হুঁহুঁ হুঁ
বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন ze
বাজে সে সুর বুকে
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
তোমারই সে কথা স্বপ্নেরই রূপকথা
জানি না আমায় ভরালো এ কোন সুখে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে
নিজেকে যে তাই আজ এত ভালো লাগে
কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে
নিজেকে যে তাই আজ এত ভালো লাগে
এইতো প্রথম জীবনে ফাগুন এল
আবির মাখানো রক্তিম কিংশুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল মুখে
হুঁহুঁ হুঁ, হুঁহুঁ হুঁ
বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন ze
বাজে সে সুর বুকে
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
লজ্জা জড়ানো তোমার মধুর হাসি
আমারই এ প্রাণে যায় যে বাজিয়ে বাঁশি
তোমারই সে কথা স্বপ্নেরই রূপকথা
জানি না আমায় ভরালো এ কোন সুখে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে
নিজেকে যে তাই আজ এত ভালো লাগে
কাকে বলে প্রেম বুঝিনি কখনও আগে
নিজেকে যে তাই আজ এত ভালো লাগে
এইতো প্রথম জীবনে ফাগুন এল
আবির মাখানো রক্তিম কিংশুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
কিছু কথা ছিল চোখে
কিছু কথা ছিল মুখে
জানি না কেন যে
বাজে সে সুর বুকে
Writer(s): Pulak Banerjee, Sailen Mukhopadhyay Lyrics powered by www.musixmatch.com