Sedin Tomay Dekhechilam Songtext
von Hemanta Mukherjee
Sedin Tomay Dekhechilam Songtext
সেদিন তোমায়
দেখেছিলাম ভোরবেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ঐ ফুল ভরা গাছটার নিচে
আমি কৃষ্ণচূড়ার সেই
স্বপ্নকে আহা দুচোখ ভরে
দেখে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোরবেলায়...
তুমি চলতে চলতে
থমকে গেলে কেন কে জানে
তুমি চলতে চলতে
থমকে গেলে কেন কে জানে
আমার মনটা ছড়ানো ছিল যেখানে
আমার মনটা ছড়ানো ছিল যেখানে
আমি দেখলাম শুধু দেখলাম আর
সুখের কান্না কেঁদে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোরবেলায়...
কথা খুঁজতে খুঁজতে
ভুলতে হলো কথা আমাকে
কথা খুঁজতে খুঁজতে
ভুলতে হলো কথা আমাকে
আমার কিছুই হলো না বলা তোমাকে
আমার কিছুই হলো না বলা তোমাকে
শুধু বুঝলাম
আমি বুঝলাম এক
নতুন বেদনা খুঁজে পেলাম
সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ঐ ফুল ভরা গাছটার নীচে
আমি কৃষ্ণচূড়ার সেই
স্বপ্নকে আহা দুচোখ ভরে
দেখে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোর বেলায়
দেখেছিলাম ভোরবেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ঐ ফুল ভরা গাছটার নিচে
আমি কৃষ্ণচূড়ার সেই
স্বপ্নকে আহা দুচোখ ভরে
দেখে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোরবেলায়...
তুমি চলতে চলতে
থমকে গেলে কেন কে জানে
তুমি চলতে চলতে
থমকে গেলে কেন কে জানে
আমার মনটা ছড়ানো ছিল যেখানে
আমার মনটা ছড়ানো ছিল যেখানে
আমি দেখলাম শুধু দেখলাম আর
সুখের কান্না কেঁদে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোরবেলায়...
কথা খুঁজতে খুঁজতে
ভুলতে হলো কথা আমাকে
কথা খুঁজতে খুঁজতে
ভুলতে হলো কথা আমাকে
আমার কিছুই হলো না বলা তোমাকে
আমার কিছুই হলো না বলা তোমাকে
শুধু বুঝলাম
আমি বুঝলাম এক
নতুন বেদনা খুঁজে পেলাম
সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়ে ছিলে
কৃষ্ণচূড়ার ঐ ফুল ভরা গাছটার নীচে
আমি কৃষ্ণচূড়ার সেই
স্বপ্নকে আহা দুচোখ ভরে
দেখে এলাম
সেদিন তোমায়
দেখেছিলাম ভোর বেলায়
Writer(s): Sumit Roy, Pulak Banerjee Lyrics powered by www.musixmatch.com
