Qayam Songtext
von Eclipse
Qayam Songtext
বুলেট আর বোমাবাজির
আটকে পড়া এই এক সময়
একাই কি স্বপ্ন বুনে
ওই আকাশ ছোঁয়া হিমালয়ে,
দেখেও কি বোঝেনা সে কেয়ামতের বর্ণগুলি
এই বুঝি তার খেয়াল তবে হোক তার নাম কায়াম,
অধীর হয়ে গেছে আমাদের এই পৃথিবী
উশৃঙ্খল, আর্তনাদ, ঘৃণা, অবিচারে হাহাকার
কালো রক্তে ঢাকা আমাদের চির যাত্রা
শেষ সময় ভাঙবে কাঁচ
থাকবে নরকের ডাক,
আয় নীরবে আরোপিত যোদ্ধা
প্রবেশ কর নরকের দ্বার
(ছড়িয়ে দাও)
তোর মনের ক্রোধ
বলিদান হোক তোর অন্তক্ষরণ,
৬০০টি সৈন্য যেন শুধু তার নেশার ক্রীতদাস
৬৬টি আদম যেন তার মৃত দাস
দেখেও কি বোঝেনা সে কেয়ামতের বর্ণ গুলি
এই বুঝি তার খেয়াল তবে তার নাম যে কায়াম,
অধীর হয়ে গেছে আমাদের এই পৃথিবী
উশৃঙ্খল, আর্তনাদ, ঘৃণা, অবিচারে হাহাকার
কালো রক্তে ঢাকা আমাদের চির যাত্রা
শেষ সময় ভাঙবে কাঁচ
থাকবে নরকের ডাক,
আয় নীরবে আরোপিত যোদ্ধা
প্রবেশ কর নরকের দ্বার
(ছড়িয়ে দাও)
তোর মনের ক্রোধ
বলিদান হোক তোর অন্তক্ষরণ।
আটকে পড়া এই এক সময়
একাই কি স্বপ্ন বুনে
ওই আকাশ ছোঁয়া হিমালয়ে,
দেখেও কি বোঝেনা সে কেয়ামতের বর্ণগুলি
এই বুঝি তার খেয়াল তবে হোক তার নাম কায়াম,
অধীর হয়ে গেছে আমাদের এই পৃথিবী
উশৃঙ্খল, আর্তনাদ, ঘৃণা, অবিচারে হাহাকার
কালো রক্তে ঢাকা আমাদের চির যাত্রা
শেষ সময় ভাঙবে কাঁচ
থাকবে নরকের ডাক,
আয় নীরবে আরোপিত যোদ্ধা
প্রবেশ কর নরকের দ্বার
(ছড়িয়ে দাও)
তোর মনের ক্রোধ
বলিদান হোক তোর অন্তক্ষরণ,
৬০০টি সৈন্য যেন শুধু তার নেশার ক্রীতদাস
৬৬টি আদম যেন তার মৃত দাস
দেখেও কি বোঝেনা সে কেয়ামতের বর্ণ গুলি
এই বুঝি তার খেয়াল তবে তার নাম যে কায়াম,
অধীর হয়ে গেছে আমাদের এই পৃথিবী
উশৃঙ্খল, আর্তনাদ, ঘৃণা, অবিচারে হাহাকার
কালো রক্তে ঢাকা আমাদের চির যাত্রা
শেষ সময় ভাঙবে কাঁচ
থাকবে নরকের ডাক,
আয় নীরবে আরোপিত যোদ্ধা
প্রবেশ কর নরকের দ্বার
(ছড়িয়ে দাও)
তোর মনের ক্রোধ
বলিদান হোক তোর অন্তক্ষরণ।
Writer(s): Eclipse Lyrics powered by www.musixmatch.com

