Prithibir Prohor Songtext
von Eclipse
Prithibir Prohor Songtext
অধীর হয়ে পড়েছে পৃথিবী
শুধু ক্রুদ্ধতা চোখেতে
বিস্তৃত ভূমির মহাপ্রলয়ে
কিছু মশাল কাঁধে সম্মোহনে
দেখি মৃত ভরা ধরণী
রক্ত চোখে কত লীন মূর্তি
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অসীম আকাশ ভেঙ্গে এক প্রহর
পৃথিবীতে ক্ষিপ্ত ঝর্ণা শীতলে
ভেজাবে দহন মানুষের
ফিকবে হিংস্রতা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
শুধু ক্রুদ্ধতা চোখেতে
বিস্তৃত ভূমির মহাপ্রলয়ে
কিছু মশাল কাঁধে সম্মোহনে
দেখি মৃত ভরা ধরণী
রক্ত চোখে কত লীন মূর্তি
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অসীম আকাশ ভেঙ্গে এক প্রহর
পৃথিবীতে ক্ষিপ্ত ঝর্ণা শীতলে
ভেজাবে দহন মানুষের
ফিকবে হিংস্রতা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
অচির এ বাস্তবতা
দৃষ্টিহীন নিরেট ভূমির মায়া
স্বর্গীয় নরকে ইতিহাস দিশেহারা
Writer(s): Eclipse Lyrics powered by www.musixmatch.com