Dushopno Songtext
von Eclipse
Dushopno Songtext
ক্রুদ্ধতায় বীভৎস চারিদিক
চেয়ে দেখি আর্তনাদ
রক্তঝরা বর্ণিত সমাধি
বুলেটের ধুম্রজাল
অতীতের গুলিবিদ্ধ পারে
আমি তাড়াই নিজেকে
অস্ত্রপোড়া তীব্র গন্ধে
তোমাদের পিছুটানে
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
চিহ্নিত পেছনের স্মৃতি
নিষ্ঠুর এক অভিশাপ
রক্তঝরা ধ্বংস নগরী
তোমাদের কি বিলাপ
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
যুদ্ধ শেষে আমি সিক্ত
কাপুরুষ বীরচিত্ত
ধর্ষিত তোমাদের আত্মত্যাগ
আজ আমার দুঃস্বপ্ন
চেয়ে দেখি আর্তনাদ
রক্তঝরা বর্ণিত সমাধি
বুলেটের ধুম্রজাল
অতীতের গুলিবিদ্ধ পারে
আমি তাড়াই নিজেকে
অস্ত্রপোড়া তীব্র গন্ধে
তোমাদের পিছুটানে
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
চিহ্নিত পেছনের স্মৃতি
নিষ্ঠুর এক অভিশাপ
রক্তঝরা ধ্বংস নগরী
তোমাদের কি বিলাপ
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
দুঃস্বপ্নের দেয়াল ধ্বংসের সীমানা
অতৃপ্ত ব্যর্থতায় আমার সম্মোহন
সামরিক হিংস্র দগ্ধ চোখে
আমার এই রক্তভোগ
যুদ্ধ শেষে আমি সিক্ত
কাপুরুষ বীরচিত্ত
ধর্ষিত তোমাদের আত্মত্যাগ
আজ আমার দুঃস্বপ্ন
Writer(s): Eclipse Lyrics powered by www.musixmatch.com

