Chinho Songtext
von Eclipse
Chinho Songtext
স্বপ্নগুলো বিলীন হয়ে
নির্বাক থাকে শত ডাক
ধোঁয়াটে মেঘ দিয়ে যাও
ধূসর অশ্রুর ডাক পাও,
আঁধার চিরে উঠবো আমরা
তোমাদের স্বপ্ন গড়বো আমরা
নিভিয়ে দেব পরাধীন সমাজ,
শোনো আমার প্রার্থনা
হারিয়ে বেদনা
শান্তির খোঁজে শান্তির আশায় আমি (আমি)
চাইনা যুদ্ধ
চাইনা মৃত্যু
শান্তির খোঁজে শান্তির আশায় আমি,
শব্দহীন স্মৃতি ছুঁয়ে দেখ স্বাধীন চেতনা
শহিদের সমাধির বুকে আজ
বিষাদ আর্তনাদ,
আঁধার চিরে উঠবো আমরা
তোমাদের স্বপ্ন গড়বো আমরা
নিভিয়ে দেব পরাধীন সমাজ,
শোনো আমার প্রার্থনা
হারিয়ে বেদনা
শান্তির খোঁজে শান্তির আশায় আমি (আমি)
চাইনা যুদ্ধ
চাইনা মৃত্যু
শান্তির খোঁজে শান্তির আশায় আমি,
আজ আমি ফেরারি নিষ্প্রাণ যোদ্ধা হয়ে
নিথর সব মুখ ছোঁয়া অলিখিত ইতিহাস
ওহ! এক চিহ্ন চাইছি,
আকাশ ভেঙ্গে পরে হে স্বর্গীয় আলো
আমার হাতে তুমি দিলে
বিদ্রোহী অস্ত্র
অমায়িক স্তম্ভ
তোমার নামে
যুদ্ধ হবে শেষ।
নির্বাক থাকে শত ডাক
ধোঁয়াটে মেঘ দিয়ে যাও
ধূসর অশ্রুর ডাক পাও,
আঁধার চিরে উঠবো আমরা
তোমাদের স্বপ্ন গড়বো আমরা
নিভিয়ে দেব পরাধীন সমাজ,
শোনো আমার প্রার্থনা
হারিয়ে বেদনা
শান্তির খোঁজে শান্তির আশায় আমি (আমি)
চাইনা যুদ্ধ
চাইনা মৃত্যু
শান্তির খোঁজে শান্তির আশায় আমি,
শব্দহীন স্মৃতি ছুঁয়ে দেখ স্বাধীন চেতনা
শহিদের সমাধির বুকে আজ
বিষাদ আর্তনাদ,
আঁধার চিরে উঠবো আমরা
তোমাদের স্বপ্ন গড়বো আমরা
নিভিয়ে দেব পরাধীন সমাজ,
শোনো আমার প্রার্থনা
হারিয়ে বেদনা
শান্তির খোঁজে শান্তির আশায় আমি (আমি)
চাইনা যুদ্ধ
চাইনা মৃত্যু
শান্তির খোঁজে শান্তির আশায় আমি,
আজ আমি ফেরারি নিষ্প্রাণ যোদ্ধা হয়ে
নিথর সব মুখ ছোঁয়া অলিখিত ইতিহাস
ওহ! এক চিহ্ন চাইছি,
আকাশ ভেঙ্গে পরে হে স্বর্গীয় আলো
আমার হাতে তুমি দিলে
বিদ্রোহী অস্ত্র
অমায়িক স্তম্ভ
তোমার নামে
যুদ্ধ হবে শেষ।
Writer(s): Eclipse Lyrics powered by www.musixmatch.com

