Icchegulo Songtext
von Balam
Icchegulo Songtext
ইচ্ছে গুলো পুরছে আমার
মনেরও নীল আকাশে
স্বপ্ন গুলো বাঁধন হারা রংধনু হয়ে ভাসে
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
।।।।
অনুভবের শীতল ঘরে কোন পরশের বাস
কোন প্রহর রঙিন লাগে ভাবনারা উদাস
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
।।।।
বুকে মেঝে জুরে আমার বিন্দু বিন্দু সুখ
চোখের নীলে ভাসে শুধু একটি হাসি মুখ
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
ইচ্ছে গুলো পুরছে আমার
মনেরও নীল আকাশে
স্বপ্ন গুলো বাঁধন হারা রংধনু হয়ে ভাসে
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা।
মনেরও নীল আকাশে
স্বপ্ন গুলো বাঁধন হারা রংধনু হয়ে ভাসে
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
।।।।
অনুভবের শীতল ঘরে কোন পরশের বাস
কোন প্রহর রঙিন লাগে ভাবনারা উদাস
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
।।।।
বুকে মেঝে জুরে আমার বিন্দু বিন্দু সুখ
চোখের নীলে ভাসে শুধু একটি হাসি মুখ
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা
ইচ্ছে গুলো পুরছে আমার
মনেরও নীল আকাশে
স্বপ্ন গুলো বাঁধন হারা রংধনু হয়ে ভাসে
তবে কি এটাই ভালোবাসা
দুরে থেকে ও কাছে আসা।
Lyrics powered by www.musixmatch.com
