Cholo Arekbar Uri Songtext
von AvoidRafa
Cholo Arekbar Uri Songtext
সকালের রোদে তুমি আমি
হাঁটবো পথহারা
নিয়ম ভেঙে তুমি আমি
বলবো সব কথা
রংধনু বাতাসে তুমি আমি
হাসবো সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি
আসবো প্রতিক্ষণ
মুহূর্ত হাসবে যতই
আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইবো আনমনে
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
জোছনার আগুনে তুমি আমি
পুড়বো সারা রাত
ঝড়ো বাতাসে তুমি আমি
ভিজবো সারা রাত
সুখ পোড়াবে অসুখ যতই
অভিমানে
সুখের বুনো স্রোতে গাইবো
আনমনে
মুহূর্ত হাসবে যতই
আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইবো আনমনে
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
হাঁটবো পথহারা
নিয়ম ভেঙে তুমি আমি
বলবো সব কথা
রংধনু বাতাসে তুমি আমি
হাসবো সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি
আসবো প্রতিক্ষণ
মুহূর্ত হাসবে যতই
আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইবো আনমনে
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
জোছনার আগুনে তুমি আমি
পুড়বো সারা রাত
ঝড়ো বাতাসে তুমি আমি
ভিজবো সারা রাত
সুখ পোড়াবে অসুখ যতই
অভিমানে
সুখের বুনো স্রোতে গাইবো
আনমনে
মুহূর্ত হাসবে যতই
আড়ালে থাকি তবুও
সুখের মলাটে গাইবো আনমনে
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার কাছে আসি
শুধু তুমি আর আমি
চলো আরেকবার উড়ি
চলো আরেকবার ভাসি
চলো আরেকবার হারাই
তুমি আর আমি
Writer(s): Raef Al Hasan Rafa, Shafayet Monsoor Rana Lyrics powered by www.musixmatch.com